জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মানব সেবা ও রোহিঙ্গা শরনার্থী এলাকায় মানবিক পরিষেবায় সম্পৃক্ত থাকায় মানাবাধিকার নেতা সার্জেন্ট অব. শেখ ফরিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে পৌর শহরের নিউ হারবি কনভেনশন সেন্টারে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার কেন্দ্রীয় সহকারি পরিচালক কবির আহমদের সভাপতিত্বে ও সংস্থার উপজেলা সভাপতি সার্জেন্ট অব মহি উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী আল-হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, জেলা রিপোর্টার খুরশিদ আলম, মাস্টার জয়নাল আবেদীন, সাংবাদিক নুরুল আবছার সোহাগ, মো. নুরনবী, ব্যবসায়ী আবু সুফিয়ান ও নুর মোহাম্মদ খোকন।
সার্জেন্ট অব. শেখ ফরিদ সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিষেবায় সম্পৃক্ত থাকায় জাতিসঙ্ঘ কর্তৃক মেডেল পেয়েছেন। তিনি জাতিসঙ্গশান্তি মিশন ও বাংলাদেশের প্রেসিডেন্টের গার্ড অব রেজিমেন্টের দায়ীত্ব পালন করেছিলেন। তিনি বাখরিয়া হযরত ওমর রা. মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন। এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সংগঠন সোনাগাজী পৌর শাখার সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন।
সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার বলেন, যে দেশে গুণীর কদর নাই, সে দেশে কোন গুণী জন্মাবেনা। মানব সেবায় বহুমাত্রিক অবদানের জন্য অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তাকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।