

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ভবিষ্যৎ সংঘাতে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনও ভুল ধারণা থাকা উচিত নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিম মুনির আরও বলেন, ‘পরবর্তীতে আরও দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান।’ পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমাত্রিক অপারেশন সক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক। প্রতিটি বাহিনী তাদের স্ব-স্ব অপারেশনাল স্বাতন্ত্র্য বজায় রাখবে, তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে।’
আসিম মুনির বলেন, ‘একীভূত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।’ আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়েন নিয়ে আসিম মুনির বলেন, ‘তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়া হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেয়া হবে না।’

