

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চূড়ান্ত নিলামে জায়গা করে নিয়েছে ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে এই তালিকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম।
তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।
আসন্ন আইপিএলকে সামনে রেখে স্থানীয় ও বিদেশি ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। এরইমধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন।
ক্রিকেটার ভিত্তি মূল্য
মোস্তাফিজুর রহমান ২ কোটি
রিশাদ হোসেন ৭৫ লাখ
তাসকিন আহমদ ৭৫ লাখ
তানজিম হাসান সাকিব ৭৫ লাখ
নাহিদ রানা ৭৫ লাখ
শরিফুল ইসলাম ৭৫ লাখ
রাকিবুল হাসান ৩০ লাখ
এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বাজেট নিলামের জন্য সবচেয়ে বেশি—৬৪.৩০ কোটি রুপি। ৬ জন বিদেশিসহ ১৩ খেলোয়াড়ের জায়গা পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটির।
এবারের আইপিএলে ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি পেসার।
এদিকে, ভারতের ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশি আনক্যাপড ক্রিকেটার ১৪ জন। কখনো জাতীয় দলে না খেলা, পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে আনক্যাপড বিবেচনা করা হয়।

