ঢাকা
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:০৯
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন: স্নিগ্ধ

একই দিনে জন্ম নেওয়া যমজ ভাই মুগ্ধর মৃত্যুজন্মবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে মির স্নিগ্ধ তার গভীর শোক ও অনুভূতির কথা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন।

স্নিগ্ধর চোখের সামনে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ভাসে, সেটি হলো— মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরেও যখন মুগ্ধকে দাফন করা হয়, তখন তার মাথা থেকে বের হওয়া রক্তে মুগ্ধর কাফনের কাপড় এবং তার নিজের পাঞ্জাবিও লাল হয়ে গিয়েছিল।

গত এক বছরে তিনি যে দায়িত্বগুলো পালন করেছেন, তা সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করেছেন বলে স্নিগ্ধ দাবি করেছেন। তার কাছে প্রতিদিনই মনে হয়, তাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন।

তিনি বিশ্বাস করেন, তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণের জন্য তারা কতটা কাজ করেছেন, আল্লাহ সেই হিসাব শহীদদের মাধ্যমেই তাদের থেকে নেবেন। তাই তিনি অন্তত মুগ্ধর কাছে গিয়ে বলতে পারবেন, তিনি তার সাধ্যমতো সততা আর মর্যাদার সঙ্গে কাজ করেছেন।

স্নিগ্ধ জানান, গত এক বছরে অনেক তদবির, প্রস্তাব ও সুযোগ এসেছে, কিন্তু কখনোই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। তিনি শান্তি নিয়ে মরতে চান। তিনি লেখেন 'এক টাকা হারাম বা অবৈধভাবে ছুঁয়েও দেখেননি', এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা হবে না। এইটুকুই শান্তি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি উল্লেখ করেছেন।

ভাই-বোনদের মৃত্যুর পর দেখা হয় না এমন একটি তথ্য তিনি কোথাও দেখেছিলেন বলে উল্লেখ করে স্নিগ্ধ লেখেন, তিনি কখনো এই তথ্যটি যাচাই করার সাহস পাননি। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না এবং 'যার সঙ্গে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি,' অন্তত একবার হলেও মৃত্যুর পর তার সঙ্গে মুগ্ধর দেখা করাবেন।

দেখা হলে তিনি মুগ্ধকে বলতে চান, 'তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি, কীভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে।'

স্নিগ্ধ তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি যতটুকু জানেন, একটি কবরের উপর এক বছর পর আরেকটি কবর দেওয়া যায়। তাই তিনি বলেন, 'স্নিগ্ধ আর মুগ্ধ একজনই; আমরা জন্মেছি একসঙ্গে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়।'

তিনি দেশের সকল 'মুগ্ধদের' শুভ জন্মদিন জানিয়েছেন, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে–প্রাণে ধারণ করে এগিয়ে চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram