আসছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ হুমায়ুন কবীর হিমু'র নতুন উপন্যাস নীল শাড়ী প্রকাশিত হতে যাচ্ছে। এটি লেখকের ১১তম উপন্যাস।
পূর্বের ১০ টি উপন্যাসের ন্যায় এই উপন্যাসটিও পাঠক মহলে সমানভাবে সমাদৃত হবে বলে লেখক এবং জ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক মনে করেন।
নীল শাড়ী উপন্যাসটিতে গ্রামীণ জনপদের রাজনীতি, প্রেম ভালোবাসা এবং গ্রামের সহজ সরল মানুষের জীবন যাপন পরম যত্নে লেখক তুলে ধরেছেন।
উপন্যাসটি প্রকাশিত হবে জ্ঞানকোষ প্রকাশনীর ব্যানারে।