

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া, বানেশ্বরের পশ্চিম খুঁটিপাড়া ও কার্তিকপাড়াসহ কয়েকটি স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সোমবার (৮ ডিসেম্বর) এই মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আসামিদের মধ্যে নয়নকে ৪ মাস, জিয়ারুলকে ২ মাস, সোহাগ ও মোস্তাকিনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

