ঢাকা
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৮
logo
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫

ধানের শীষ পরাজিত হলে দেশ আবার পাকিস্তান হবে: এম. এ. সালাম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে কেআর কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম। তিনি বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত দল। এই দলই স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ যদি পরাজিত হয় তাহলে দেশ আবার পাকিস্তান হবে, আফগানিস্তান হবে।”

তিনি আরও বলেন, “একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করা দল আজও নানা কৌশলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে। মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান, আপনারা সতর্ক থাকলে, আপনাদের সন্তানদের সতর্ক করলে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড বাগেরহাট জেলা ইউনিটের আহ্বায়ক মোঃ আকবর আজাদ। তিনি বলেন, “একদলের যাওয়ার জায়গা মামা বাড়ি, আরেক দলের পাকিস্তান, কিন্তু আমাদের যাওয়ার জায়গা নেই। তাই স্বাধীনতার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে।” তিনি জামায়াতের বিভ্রান্তিকর ধর্মীয় প্রচারণা ও ক্ষমতার লোভ থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শামসের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক এবং জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।

এছাড়া বক্তব্য রাখেন মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ টুকু মিয়া শেখ, চৌধুরী মনিরুজ্জামান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও শেষাংশে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram