

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মৃত সবর শেখের ছেলে। ওই এলাকায় এ খুনের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে খেলার মাঠেই প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় শুক্তগ্রামের সুজন খানের (২০) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ হামলায় ওয়াকিল, হুমায়ুন, মান্দার, জসিম, আকবার, হাফিজুরসহ অনেকে জড়িত বলে। মাসুদের মাথায় ধারলো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাছাড়া তার বুক, হাত ও পায়ে আঘাতের চিহৃ রয়েছে।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

