ঢাকা
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৮
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

বাঁশখালী থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ওসির শুভেচ্ছা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ বাহিনীতে মাত্র ১২০ টাকায় নিয়োগপ্রাপ্ত বাঁশখালী উপজেলার ১১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে (টিআরসি) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে থানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন- মোহাম্মদ মিরাজ (সাধনপুর), মোহাম্মদ জাইদ (শীলকূপ), ওয়াহেদুল ইসলাম (ইলশা), মোহাম্মদ ওসমান (সাধনপুর), আব্দুল্লাহ আল মারুফ (পূর্ব বড়ঘোনা), রাকিবুল হাসান রিসাত (পুইছড়ি), মোহাম্মদ মাহামুদুল্লাহ (চাম্বল), আলী আজগর (গণ্ডামারা), নুর মোহাম্মদ হৃদয় (কাথরিয়া), ফরহাদ হোসেন বিপ্লব (জলদী), মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল (শীলকূপ)।

এসময় ওসি সাইফুল ইসলাম বলেন, 'আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান। জনগণের জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব এখন আপনাদের কাঁধে। প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।'

নিয়োগপ্রাপ্ত কনস্টেবলরা মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার, চট্টগ্রাম জেলার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেনসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram