ঢাকা
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে হতদরিদ্রদের মাঝে নিম্নমানের চাল বিতরণ

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ছত্রাকযুক্ত ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়া হলেও, সেই চাল খাওয়ার অনুপযোগী হওয়ায় তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ বছর উদয়পুর ইউনিয়নের ৪০৯ জন নারী লটারির মাধ্যমে এই সুবিধার জন্য নির্বাচিত হয়েছেন। তাদের জন্য বরাদ্দ এসেছে ১ হাজার ২২৭ বস্তা, মোট ৩৬ হাজার ৮১০ কেজি চাল। কিন্তু বিতরণ কার্যক্রমে নিম্নমানের চাল দেওয়া এবং অসাধু চক্রের দৌরাত্ম্যে প্রকৃত উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক উপকারভোগী হাতে পাওয়া বস্তা খুলে হতাশা প্রকাশ করছেন। তাদের অভিযোগ চালগুলো দুর্গন্ধযুক্ত, ছত্রাক ধরা এবং দলা বাঁধা। রহিমা, রোজিনা, বনজের আলী, নামে এক উপকারভোগীর স্বামী বলেন, ‘আমরা দুস্থ বলে কি মানুষ নই? যে চাল পশু-পাখিকেও খাওয়ানো যায় না, তা আমাদের দেওয়া হয়েছে!’তার অভিযোগের সঙ্গে অন্তত ২০ জন উপকারভোগী একমত হন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন স্বীকার করেন, কিছু বস্তায় নিম্নমানের চাল পাওয়া গেছে। তিনি বলেন, স্বচ্ছতার জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই করে চাল দেওয়া হচ্ছে। তবে কিছু চাল খাওয়ার অনুপযোগী ছিল, সেগুলোর নমুনা সংগ্রহ করে খাদ্য গুদাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের বলেন, এসব চাল খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বরাদ্দের আগে মান পরীক্ষা বাধ্যতামূলক করা জরুরি।

উদয়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিমা বিষয়টি স্বীকার করে জানান, অন্তত ১০০ বস্তা চাল অনুপযোগী ছিল।

এদিকে অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কিছু অসাধু ব্যক্তি অল্প দামে দুস্থ নারীদের কাছ থেকে চাল কিনে নিচ্ছেন।

ভ্যানগাড়ি ও ভটভটি ব্যবহার করে সংগ্রহ করা এসব চাল পরে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় রেজাউলসহ পাঁচজনের নাম এ কাজে জড়িত বলে জানা গেছে। এমনকি খাদ্য গুদামের বস্তা থেকে চাল বের করে অন্যত্র মজুত রাখার প্রমাণও মিলেছে।

এ বিষয়ে কালাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান জানান, তাদের সাথে চুক্তি ভিত্তিতে ভালো মানের চাল সরবরাহ করার জন্য পুষ্টি মিলাররা চাল নেন। উদয়পুরে চাল বিতরণের সময় কিছু চাল নষ্ট পেয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, যে চালগুলো খারাপ পেয়েছে, সে চালগুলো ফেরত নেওয়ার কথা বলা হয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সাথে। পরে ভালো চাল ভুক্তভোগী পরিবারদের দেওয়ার জন্য বলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram