ঢাকা
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও দুর্গাপূজার প্রস্তুতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও আগামী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আবু আনাছ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. জগলুল আরেফিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আফজাল হোসেন, মো. নাজিমুদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, সাংবাদিক মো. ওমর ফারুক, মো. কামাল উদ্দিন টগর, এমরান মাহমুদ প্রত্যয় প্রমুখ।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এই কমিটির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন। তিনি এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করে সকলের সহযোগিতায় এ অবস্থা ধরে রাখার আহ্বান জানান। এছাড়াও আগামী শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, থানা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি দূর্গাপূজাসহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠান যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পালিত হতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেন। তিনি সাধারণ মানুষকে যে কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার অনুরোধ জানান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা ছাড়াও আগামী সারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram