ঢাকা
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৫

বাবুগঞ্জে ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০ যুবকের জামায়াতে যোগদান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ধর্মীয় অনুশাসনভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বাবুগঞ্জ উপজেলার চরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত সাধারণ সভায় একসঙ্গে ২০ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শুক্রবার সকাল ৯:০০টায় অনুষ্ঠিত এই সাধারণ সভায় নবাগতদেরকে জামায়াত নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মাস্টার মোঃ আব্দুর রব, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হাওলাদার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবাগতদের উদ্দেশ্যে বলেন, ইসলামের আদর্শ ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের রাজনীতি, এবং যারা এই আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram