

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাউয়ার চর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মরদেহটি পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি সৈকতে ভেসে থাকতে দেখেন জেলেরা। এরপর জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে কুয়াকাটা নৌ-পুলিশের টিম গিয়ে মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে থেকে ভেসে এসে চরে আটকে গেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, অর্ধগলিত মরদেহটির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

