চৌগাছা (যশোর) প্রতিনিধি: প্রেসক্লাব চৌগাছার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার এম শাহীনের পিতা বীর মুক্তিযোদ্ধা ও বিজিবির সাবেক সার্জেন্ট মোফাজ্জেল হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জেল হোসেন কে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে, আজ সোমবার সকাল ৯টায় পৌরসভার পাচনামনা জামে মসজিদের সামনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
তার জানাজায় অংশ নেয় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ মাসুদুল হাসান, বিএনপি নেতা ও সাবেক মেয়র সেলিম রেজাউলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর এম মোস্তানিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত আলী, মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, সাবেক চৌগাছা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী এবং উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এরপর মরহুমের জন্মস্থান বেড় গবিন্দপুর গ্রামের বাড়ি ২য় জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি গতকাল রবিবার দুপুরে ঢাকার ধানমন্ডি পপুলার (একটি বেসরকারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।তিনি দীর্ঘদিন ধরে চৌগাছা পৌরসভার ২নং ওয়ার্ডে বসবাস করছিলেন।