মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রুজুর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন জাফর (২৫), নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাক্ষ্রনপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)৷এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি লোহার পাত, দুইটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুইটি স্টীলের এসএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেটকার (চট্ট মেট্টো-গ-১১-৪০৪১) জব্দ করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি টিম ডাকাতদলকে হাতে নাতে ধরে। গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।