কুড়িগ্রাম প্রতিনিধি : টঙ্গীর বিশ^ ইজতেমা ময়দানে গভীর রাতে তাবলীগ সাথীদের উপর সাদপন্থিদের হামলা ও হত্যার হুকুমদাতাদের গ্রেফতার, বিচার ও সকল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর কুড়িগ্রাম জেলা শহরের প্রধান ঈদগাহ মাঠে সর্বস্তরের ওলামা একরাম, তাবলীগের সাথী ও তৌহিদীমুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
নামাজের পর মুসল্লীরা ঈদগাহ মাঠে জমা হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ঈদগাহ মাঠেই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন বিক্ষোভ সমাবেশের আয়োজক নেতা মাওলানা আবু বক্কর, আব্দুর রহিম, মুক্তি জামান উদ্দিন ও অলিউল্লাহ।
সমাবেশে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান বক্তারা।