এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ রাজবাড়ী শাখার বাষির্ক সম্মেলন"২০২৫ শুক্রবার রেলওয়ে মাঠের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর রেলওয়ে লোকোসেট ও ক্যারেজ পুনরায় চালু, রাজবাড়ী রেলওয়ে ষ্ট্রেশন আধুনিক রিমডেলিং এ উন্নীত করনসহ রাজবাড়ী- ঢাকা রেলপথে ডাবল লাইন ও রাজবাড়ী-ঢাকার মধ্যে কমিটার ট্রেন করার দাবি জানিয়ে ওই সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরইএল এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মো আক্তারুজ্জামান।
এতে আরো বক্ত্বব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এডভোকেট মো, নুরুল ইসলাম,সদর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা সাইয়েদ আহমদ, বিআরইএল এর রাজবাড়ী শাখার সভাপতি মো, সেকেন আলী ও সাইফুল ইসলাম প্রমূখ।