অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের শিবানন্দ রায় বনিকের (শিবু বনিক) (৭৮) নামের এক ব্যবসায়ীর দোকানে অস্ত্রের মুখে ডাকাতি করে ৫ লক্ষাধিক টাকাসহ তাকে অপহরণ করে নিয়ে গেছে।
শুক্রবার (৩রা জানুয়ারী) রাত সোয়া ১০ টার দিকে কালাইয়া বন্দরের মহাজন পট্টিতে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শিবু বনিক কালাইয়া বাজারের মুদী মনোহারী মালামাল বিক্রির একজন বড় ব্যবসায়ী। শুক্রবার রাত ১০ টার দিকে তিনি দোকানে বসে হিসাব নিকাশ করে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল অস্ত্র সস্র নিয়ে শিবু বনিকসহ দোকানের কর্মচারী শংকর (৩৪) ও তাপসকে (৩৫) বেঁধে ফেলে। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে যায় এবং শিবু বনিককে বেঁধে দোকানের পিছনে রাখা একটি ট্রলারে উঠিয়ে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়।
খবর পেয়ে বাউফল থানার ওসিসহ কয়েকজন পুলিশ এবং কালাইয়া নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টাখানেক পরে একটি ষ্পীডবোি নিয়ে পুলিশের একটি দল তেঁতুলিয়া নদীতে গিয়ে তল্লাশি চালায়। আজ শনিবার সকাল সারে ৯ টা পর্যন্ত শিবু বনিককে অপহরন করা ট্রলার, ডাকাত এবং শিবু বনিকের কোন খোঁজ পাওয়া যায়নি।
এদিকে স্বজনরা নৌকা ট্রলার নিয়ে নদীর দুই পাশের চরাঞ্চলে খোঁজাখুজি অব্যহত রেখেছে।
এদিকে কালাইয়া বাজারে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে বন্দরের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটায়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, শিবু বনিককে উদ্ধারে রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে।