ঢাকা
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:২০
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৪

দীঘিনালায় ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থানে সহায়ক উপকরণ বিতরণ

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে দীঘিনালা উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে সহায়ক উপকরণ বিতরণ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।

ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ বলেন, ‘ভিক্ষাবৃত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র্য দূরীকরণ করা যায় না। তাই দীঘিনালা উপজেলার ০৬ জন ভিক্ষুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে স্থানীয় কর্মসংস্থানের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উপকরণ প্রদান করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, দীঘিনালা উপজেলায় সমাজ সেবা কর্মকর্তা মো: শামসুল আলম, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিধি ডা. নিউটন চাকমা, দীঘিনালা এলজিইডি কর্মকর্তা মো: ফজলুল হক, দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: জাহান আলম সরকার, দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দেশ্যে বিপ্লব প্রমুখ।

সুবিধাভোগীরা বেতছড়ি আশ্রয়ন প্রকল্পের মোঃ জাফর আলী ও মোছাঃ শেফালী বেগমকে মুদি দোকান করার জন্য মুদি মালামাল, কবাখালী মোঃ আব্দুল মালেক মিয়াকে সবজি দোকানের মালামাল, মোছাঃ হাছিনা বেগমকে হাঁস-মুরগী পালনের ঘর, বোয়ালখালীর মোছাঃ কমলা বেগমকে ভ্যানগাড়ি ও সবজি দোকানের মালামাল ও আশ্রম এলাকার মোছাঃ মর্জিনা বেগমকে সেলাই মেশিন দেয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram