গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত ও ইসলামী গজল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনব্যাপী গফরগাঁও মহিলা কলেজ রোডস্থ ইতক্বানুল কুরআন সুলতানিয়া মাদরাসায় হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাহে রমজানের পবিত্রতা ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আলোকিত গফরগাঁও-এর উদ্যোগে এবং গফরগাঁও সাংবাদিক কল্যাণ ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কে এম জুট ফাইবার লিমিটেডের চেয়ারম্যান মোঃ আখতার হোসেন বাবুল।
কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে দুগাছিয়া জামিয়া হোসাইনিয়া মাদরাসার খতিব মাওলানা মাহমুদুল হাসান সালমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক রোবেল মাহমুদ, যুগ্ম-আহবায়ক মোফাজ্জল আনসারী, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক রফিকুল ইসলাম খান, গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল, কে এম জুট ফাইবার লিমিটেডের ম্যানেজার রাহাত হোসেন, ইতক্বানুল কোরআন মাদ্রাসার পরিচালক রাকিবুল ইসলাম, আলোকিত গফরগাঁও ও সাংবাদিক কল্যাণ ফোরামের সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ আলী ফারুকী। ইসলামী সংস্কৃতি ও কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত দেন উপস্থিত অতিথিরা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।