ঢাকা
১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪১
logo
প্রকাশিত : মার্চ ২০, ২০২৫

পাল্টাপাল্টি ইফতার মাহফিলকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৩

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পাল্টাপাল্টি ইফতার মাহফিলকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের হামলা সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিলন, ছাত্রদল কর্মী মহিউদ্দিন, উপজেলা তথ্যপ্রযুক্তি দলের সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ আলী, যুবদলের সদস্য মোশাররফ হোসেন, রিকাশা চালক মো. আলম, যুবদল কর্মী বাহার, ছাত্রদল কর্মী রাকিব, হাসান রিফাত, এমরান হোসেন আরমান, ইমাম হোসেন ছোটন, শ্রমিকদল নেতা নুরুজ্জামান সুমন ও স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন টিপু। আহতদের মধ্যে মিলন ও মহিউদ্দিনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএস মারুফের নেতৃত্বে চরদরবেশ ইউনিয়ন বিএনপির ব্যানারে মঙ্গলবার (১৮ মার্চ) কারামতিয়া দাখিল মাদরাসা মাঠে ইফতার মাহফিল করা হয়। সেখানে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ উপস্থিত হলেও ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক সহ তাদের অনুসারীরা উপস্থিত হননি। ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির মাসুদ এবং জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার চরদরবেশ ইউনিয়ন পরিষদের সামনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। একই স্থানে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পাল্টা ইফতার মাফিলের ঘোষণা দেওয়া হয়। এতে উত্তোজনা দেখা দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা নুর আলম রিয়াদের নেতৃত্বে বুধবার বিকালে তথ্যপ্রযুক্তি দল নেতা পারভেজ আলীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। ইফতার মাহফিল আয়োজন নিয়ে সন্ধ্যায় দু'পক্ষ অবস্থান নিলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৩জন নেতাকর্মী আহত হন। রাতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। ছাত্রদল নেতা নুর আলম রিয়াদ ও সাবেক জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হক আজাদ পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলনও করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা শিকার করে বলেন, দু'পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram