দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় এক যুবদল নেতার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে দাউদকান্দি সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের ছোট ভাই মামুনুর রশিদ ওরফে বাবু খন্দকার গতকাল (বুধবার) বিকালে ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বের কারণে দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ফাঁকা গুলি করে। এরই ফলশ্রুতিতে বুধবার দিবাগত রাতে সৃষ্টি এন্টারপ্রাইজের অফিসে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে অফিসের ড্রয়ারের তালা ভেঙে একরাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড শর্টগানের গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাবু খন্দকার বর্তমানে পলাতক রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, "অস্ত্র উদ্ধারের ঘটনায় মামুনুর রশীদ বাবুকে আসামি করে আজ বৃহস্পতিবার দুপুরে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। "