ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

হযরত শাহলাল শাহ (রঃ) দরবারে ৪১৭ তম উরস ও ধামাইল অনুষ্ঠিত

সাদের হোসেন বুলু, দোহার, নবাবগঞ্জ: প্রখ্যাত অলি ও ফকির, সুলতানুল আওলিয়া হযরত শাহ সুফী শাহলাল শাহ (রঃ) এর পাক দরবার ঢাকার দোহার উপজেলার নুরুল্লাহপুরে ঐতিহ্যবাহী ৪১৭ তম বার্ষিক পবিত্র উরস মোবারক অনুষ্ঠিত হয়েছে ‍। মঙ্গলবার রাত ১২ টায় ধামাইল অনুষ্ঠিত হয়।
এই দরবারের অন্যতম আর্কষণ হচ্ছে মাদার বাঁশ যা দরবারের ভক্তসহ সকল মানুষকে মুগ্ধ করে থাকে। দেশের প্রখ্যাত গায়ক ,শিল্পীরা অসংখ্য গান রচনা করেছেন শাহলাল শাহ ওরফে শানাল ফকরিকে নিয়ে । এদের মধ্যে অন্যতম জাতীয় পুরুস্কার প্রাপ্ত দোহারের দেশ বরেন্য গীতিকার হাসান মতিউর রহমান উল্লেখযোগ্য।
দরবারের আশেকানরা বলেন, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দরবারে আশেকানদের সংখ্যা। হযরত শাহলালের মাজারে ভারত, পাকিস্থান ন বিভিন্ন স্থান থেকে অগনিত ভক্ত আশেকানরা ছুটে আসে প্রতি বছর এই মহাপবিত্র বার্ষিক উরসে।দরবারে আগত এহসান ফকির বলেন, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক আসেন। কেউ আসেন উরসে অংশ নিতে ও ঐতিহ্যবাহী মাদার বাঁশ ধামাইল অনুষ্ঠান উপভোগ করতে। কেউ আসে পরিবার পরিজন নিয়ে দরবারে পাশে অবস্থিত মেলাতে। মেলার অন্যতম আর্কষণ হচ্ছে মানিকগঞ্জের তৃপ্তি সার্কাসের দল। যা দেখে আগত দর্শনার্থীরা ক্ষনিক সময়ের জন্য ফিরে যায় গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সংস্কৃতির যুগে।

সরেজমিনে দেখা যায়, মেলাতে তরুন তরুনী, বৃদ্ধ শিশু কিশোরসহ সকল শ্রেণী ও পেশার মানুষ দল বেধে ছুটে আসছে আনন্দ উপভোগ করতে। উরসে রাতভর চলবে দেশের প্রখ্যাত বাউলদের কষ্ঠে ভক্তিমূলক গান। শীতের রাতে ভাবগম্ভীরপূর্ণ গানে শ্রোতারা খোঁজে পায় পরম আনন্দ। মেলাতে রয়েছে কয়েক হাজার ভ্রাম্যমান স্টল, চায়ের দোকান থেকে শুরু করে শীতের কোট ব্লেজারসহ ঔষধের ফার্মেসি, মাটির তৈরী হাড়ি পাতিল খেলনাসহ হরেক রকমের বাহারী সব দোকান এ যেন ভক্ত আশেকানদের এক মহামিলন মেলা।

দোহার থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা। এছাড়া উপজেলা প্রশাসন সুন্দর ও সুষ্ঠুভাবে উরস পরিচালনার জন্য সার্বিক সহায়তা করছেন বলে জানান মাজার কমিটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram