

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। নিহত আব্দুল জব্বার লালমনিহাটের সদর উপজেলার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।
স্থানীয়রা জানান, পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইলস বোঝাই একটি পিকআপ পশ্চিম দিকে ধোড়করা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা গামী মহাসড়ক ক্রস করছিল। ওই সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস নামের স্লিপার বাসটি দ্রুত গতিতে এসে ট্রাকে ধাক্কা দেয়।
এতে স্লিপার বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই সময় পিকআপের ওপরে বসে থাকা জব্বার ঘটনাস্থলে নিহত হন। স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হন।
দুর্ঘটনা কবলিত স্লিপার বাসের যাত্রী ঢাকার যাত্রাবাড়ীর বাবু জানান, তারা ৮ বন্ধু কক্সবাজার কলাতলী থেকে সোমবার সকাল ১১ টায় একে ট্রাভেলস স্লিপার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তাদের তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান সড়ক দুর্ঘটনা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মহাসড়কে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।”

