ঢাকা
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

রাশিয়া, চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে দাবি করেছেন, আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না। সোমবার পররাষ্ট্র দপ্তরে দেওয়া ভাষণে বাইডেন তার চার বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া, চীন ও ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।

বাইডেন বলেন, আমাদের মিত্রতা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। ন্যাটো এখন তাদের ন্যায্য অংশীদারি নিশ্চিত করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, পুতিন ভেবেছিলেন, কয়েক দিনের মধ্যেই কিয়েভ দখল করতে পারবেন। কিন্তু যুদ্ধ শুরুর পর আমি একমাত্র ব্যক্তি, যিনি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছি। পুতিন তা পারেননি।

২০২৩ সালে বাইডেন ইউক্রেনের রাজধানীতে একটি গোপন সফরে যান। এটি ছিল এমন এক যুদ্ধক্ষেত্রে সফর, যা কোনো মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে ছিল না।

বাইডেন আরও বলেন, আমাদের এবং আমাদের মিত্রদের ইউক্রেনের পাশে থাকা ছাড়া উপায় নেই। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে আসছে।

তবে বাইডেন বিদায়ী ভাষণে সাবধান করে দেন, তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করতে এমন একটি চুক্তি করতে পারেন, যা ইউক্রেনের ভূখণ্ড হারানোর ঝুঁকি সৃষ্টি করবে।

চীনের অগ্রসরতা নিয়ে হুঁশিয়ারি

চীনের বিষয়ে বাইডেন বলেন, তাদের বর্তমান গতিপথে চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না। আমেরিকা বিশ্ব নেতৃত্বে অটল থাকবে। তিনি আরও যোগ করেন, আমার চার বছরের শাসনামলে বেইজিংয়ের সঙ্গে জটিল সম্পর্ককে আমরা সংঘাতের পর্যায়ে নিয়ে যেতে দেইনি।

ইসরায়েল-গাজা পরিস্থিতি এবং অন্যান্য প্রসঙ্গ

গাজা সংঘাত নিয়ে বাইডেন বলেন, একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য দলীয় সমালোচনার মুখোমুখি হয়েছে।

বিদায়ী ভাষণে বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানদের হাতে আফগান সরকারের পতনের সিদ্ধান্তকেও সমর্থন করেন। তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি সঠিক সিদ্ধান্ত ছিল, এবং ইতিহাস তা প্রমাণ করবে।

জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ বার্তা

পরিবেশ বিষয়ে বাইডেন ট্রাম্প প্রশাসনকে তার সবুজ জ্বালানি নীতিগুলো চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীদের সমালোচনা করে বলেন, তাদের ধারণাগুলো মৃতপ্রায় এবং একটি ভিন্ন শতাব্দীর অংশ।

বাইডেন বুধবার হোয়াইট হাউস থেকে তার বিদায়ী ভাষণ দেবেন। এই ভাষণ যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে সরাসরি সম্প্রচারিত হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram