

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজের বরাদ্দের টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমানের বিরুদ্ধে।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) নগদ অর্থের ১ম ও ২য় পর্যায়ে ইউনিয়ন ওয়ারি ও ২০℅ উপজেলা পরিষদ কর্তৃক রিজার্ভ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকে সরাইল উপজেলা প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য ১ লক্ষ ১৫ হাজার টাকা অনুমোদন দেয় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। উক্ত বরাদ্দের টাকার জন্য উপজেলা প্রেসক্লাবের সদস্যরা পিআইও'র কাছে গেলে জানতে পারে, প্রকল্পের নাম পরিবর্তন করে টাকা উত্তোলন করা হয়ে গেছে।
এ বিষয়ে সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন বলেন, উপজেলা প্রেসক্লাবের উন্নয়নের বরাদ্দ ১ লক্ষ ১৫ হাজার টাকা অনুমোদন দিয়েছে ডিসি মহোদয়। অথচ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের না জানিয়ে নাম পরিবর্তন করে এই অর্থ আত্মসাৎ করেছে। এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক বিচার দাবি করছি।
প্রকল্পের বরাদ্দের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান জানান, উপজেলা প্রেসক্লাবের নামে বরাদ্দ অনেক আগেই এসেছিল। এটা নাম পরিবর্তন করে বাস্তবায়ন করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, আমি তো এ বিষয়ে জানি না, দুদিন অফিস করেছি, আপনার মাধ্যমে শুনেছি।

