ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: সমাজের মেয়েরা বিভিন্ন সময়ে পরাজয়ের কাছে হার মানে। মানুষের কটুকথা, কুদৃষ্টির কারণে বেশিরভাগ মেয়েদের হতে হয় ঘরকুনে। আর এসব থেকে মুক্তি পেতে স্কুল পড়ুয়া মেয়েদের শেখানো হচ্ছে মার্শাল আর্ট। আত্মরক্ষার ন্যূনতম হাতিয়ার হিসেবে মার্শাল আর্ট প্রশিক্ষণে বাড়ছে নারীদের উৎসাহ। যেখানে নারীরা নিজ গৃহেও নিরাপদ নয় সেখানে বাহিরে চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে ৫০জন নারী শিক্ষার্থীদের শেখানো হচ্ছে মার্শাল আর্ট প্রশিক্ষণ।
জানা গেছে, শিশুদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলার তালঝারী প্রাথমিক বিদ্যালয় এবং জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের মাঠে প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার দিনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চলতি বছরের ১লা জানুয়ারি থেকে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে ১১ থেকে ১৭ বছরের মেয়েরা উৎসবমুখর পরিবেশে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। আত্মরক্ষার কৌশল বৃদ্ধি এবং নারী নির্যাতন প্রতিরোধে ৬মাস মেয়াদী মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জয়পুরহাট জেলা কারাতে একাডেমির কোচ মো. শাহজাহান আলী দেওয়ান। ৬মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে প্রতিজন নারী শিক্ষার্থীদের মাঝে মার্শাল আর্ট প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হবে।
এ বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা জানান, দেশে নারীরা নিরাপদে নেই। স্কুল কলেজ থেকে রাস্তা-ঘাটেও বর্তমানে নারীরা বিভিন্ন ভাবে হেনস্তার স্বীকার হচ্ছে। প্রতিটি মানুষকে তার নিজের জন্য নিজেকে শক্তিশালী গড়ে তুলতে হবে। আর নারীদের আত্মরক্ষায় আমাদের স্বল্প পরিসরে এমন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যাতে করে একজন নারী যেকোন পরিস্থিতে সে নিজেকে আত্মরক্ষা করতে পারেন, সেই লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন কাজ করে যাচ্ছে। কারাতের দীক্ষা অর্জনের পাশাপাশি এসব নারীদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ছে। ওয়ার্ল্ড ভিশন মানুষের সেবা ও জীবন মান উন্নয়নে সর্বদা জনগণের পাশে ছিল আগামীতেও থাকবেন বলেও জানান তিনি।
মার্শাল শিক্ষার্থীরা জানান, আমরা মেয়েরা বর্তমান সমাজে নানান দিক থেকে প্রায় নির্যাতনের স্বীকার হচ্ছি। মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা মেয়েরা কিছুটা হলেও নিজেদেরকে সহজেই আত্মরক্ষা করাতে পারব।