মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: সংস্কার একটি চলমান প্রক্রিয়া মাত্র, বিএনপি কখনো বলেনি আমরা সংস্কার চাইনা। ২৩ সালে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন। যেখানে শ্রমিক, কৃষক, ছাত্রসহ সকলের কথা বলে হয়েছে। কিন্তু এখন একটি পক্ষ সংস্কার সংস্কার করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আজ বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজন বর্ণাঢ্য র্যালীর পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ দুলু বলেন, আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। আগামীতে জনগণের ম্যান্ডেড নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রের সংস্কারও করা হবে। রাষ্ট্র ব্যবস্থা রাজনীতিবিদদের হাতেই বেশী নিরাপদ।
তিনি আরো বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা এখনো রাজনীতির মাঠে খেলার মত খেলোয়াড় তৈরি করতে পারেনি। এখন রাজনীতির মাঠে রেফারি আছে। সেই রেফারি মাঠে রয়েছে খেলা শুরু হবে। কবে খেলোয়াড় আসবে, কবে জার্সি পড়বে, কবে রিহার্সেল দিবে তারপর আমাদের সাথে খেলবে। এটি হয়না। তাই দ্রুত খেলার তারিখ ঘোষণা করা হোক। খেলার তারিখ মানে নির্বাচনের তারিখ।
দুলু বলেন, যারা পারদর্শী তাদেরকে জনগণ বিচার করবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহবান জানান। এর আগে, মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠনগুলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত করেছে। উৎসবমুখর ছিল এসব র্যালি।