বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামের মো.রাসেল ধানের বস্তায় চাপা পড়ে আড়াই বছরের শিশু পুত্র আল মাহমুদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভ্যানে করে বস্তায় ধান বাড়িতে নিয়ে আসার সময়ে ভ্যান উল্টে শিশুটি বস্তার নিচে চাপা পড়ে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২০ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে শিশুটির মৃত্যু হয়। শিশু পুত্রকে হারিয়ে মা বাবার আর্তনাদে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।