সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন । এই সময় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করার অপরাধে একজনকে আটক করা হয় এবং একটি ভেকু ও তিনটি ট্রাক জব্দ করা হয়।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের মহরম আলীর ছেলে রুবেল মিয়া। রুবেল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।