মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপিত দোকান, সড়কের অধৈক দখল করে রাখা ব্যবসায়ীদের বিভিন্ন মালপত্র এবং যত্রতত্রভাবে সড়কের উপর রাখা যানবাহন সরিয়ে দেন। এর আগে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য সচেতনতামূলক সভা ও প্রচারণা করেন।
উল্লেখ্য, বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র বিভিন্ন যানবাহন রাখার কারণে প্রতিদিনই প্রচন্ড যানজট লেগে থাকত। অবৈধভাবে দখলে রাখা সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় যানজট নিরসন হবে বলে আশা করছেন স্থানীয়রা।
উপজেলা সদরের অন্যান্য সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।