চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সোর্স আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, পিন্টুর বাবা হুমায়ন কবির, পিন্টুর বোন মোসাঃ জিন্নাতী, পিন্টুর ভাই অফিউল্লাহ ও ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিক, মিলিয়ারা বেগম ও বিএনপি নেতা মোঃ শওকাত আলী।
বক্তারা বলেন, গত ১২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় র্যাবের সোর্সগিরি করার কারণে আব্দুল হাকিম পিন্টুকে উত্তরবঙ্গের মাদক সম্রাট শাহীদ রানা টিপুর নেতৃত্বে বেশ কয়েকজন পিটিয়ে আহত করে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ জানুয়ারি মারা যায়। হত্যার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না।
পিন্টুর বাবা হুমায়ন কবির বলেন, আমার ছেলে এলাকা মাদকমুক্তকরণের জন্য কাজ করে আসছিল, তার কোন অপরাধ ছিল না, অথচ ইয়াবা-হেরোইনের গডফাদার ও একাধিক মামলার আসামি টিপু চেয়ারম্যান আমার ছেলে মেরে হত্যা করলো। আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার এবং নায্য বিচার চাই।
পরে নেতৃবৃন্দ পিন্টু হত্যা মামলার বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।