হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে চুরি, ডাকাতিসহ ২৬টি মামলার আসামী আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব গ্রেফতার হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল শহীদের ছেলে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ এসব তথ্য দেন।
এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানা ও র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। এ অভিযানে অলিপুর রেলμসিং এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানার খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি আবু তালেব গ্রেফতার হয়।
ওসি দিলীপ কান্ত নাথ জানান- গ্রেফতারকৃত আসামী আবু তালেব প্রকাশ ল্যাংড়া তালেবের নামে চুরি ১৮টি, অস্ত্রআইনে ২টি, ডাকাতি ৪টি, মাদক ২টিসহ ২৬টি মামলা আছে। এসব মামলা বিজ্ঞ আদালতে তদন্তধীন ও বিচারাধীন রয়েছে।